হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হল বাড়ি। যার কারণে পুজোর মুখে ঘর ছাড়া হতে হল একটি পরিবারকে। বৃহস্পতিবার রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের খিরিপাড়া এলাকায়।
জানা যায়, হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি। এলাকাবাসীরা দেখতে পেয়ে পরিবারকে জানায়। গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরিবারের লোক মেয়ের পরীক্ষার জন্য তারা মালদা শহরে গিয়েছিল। বৃহস্পতিবার বাড়িতে তালা বন্ধ করে ইলেকট্রিক বন্ধ করে যায়। হঠাৎ আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াই। পরিবারের লোকে খবর দিলে খবর পেয়ে পরিবারের লোক ছুটে আসতে পাকুয়াহাট এলাকার খিড়িপাড়া নিজের বাড়িতে। বাড়ি আসতেই ততক্ষণে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। বাড়ির সব কিছু পুরে ছাই হয়ে যায়। পরিবার রয়েছে দুই মেয়ে ও স্বামী। কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন স্বামী। পরিবার তরফে জানা গেছে, নগদ ১ লাখ টাকা সহ ১৫ ভরি সোনার গহনা পুড়ে ছায় হয়ে যায়। সমস্ত কিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।